বলরামপুর: তেঁতলো শান্তিপাড়ায় যুবকের দেহ উদ্ধার, ময়না তদন্তের পর পুলিশ দেহ তুলে দিলেন পরিবারের হাতে
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে বলরামপুর থানার তেঁতলো শান্তি পাড়া এলাকায়। মৃত যুবকের নাম তপন বাউরি বয়স ২৫ বছর।ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের হাতে দেহ তুলে দেন পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চলের পাশাপাশি শোকের ছায়া এলাকা জুড়ে।