মেমারি ১: মেমারিতে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে এলেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত "আমাদের পাড়া, আমাদের সমাধান" ও দুয়ারে সরকার ক্যাম্প সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেমারি-১ ব্লকের অন্তর্গত গোপ গন্তার-২ গ্রাম পঞ্চায়েতের ৪০,৪১ ও ৪২ বুথে সম্পন্ন হলো। এদিন ক্যাম্প শুভ সূচনা করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এর সাংসদ ডাঃ শর্মিলা সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।