মন্তেশ্বর: মন্ডলগ্রামের সমবায় ভোট কে কেন্দ্র করে সভার আয়োজন তৃণমূলের, উপস্থিত মন্ত্রী
মন্ডলগ্রামের সমবায় ভোট কে কেন্দ্র করে সভার আয়োজন তৃণমূলের, উপস্থিত মন্ত্রী, বুধবার রাত্রি আটটা নাগাদ, জানা যায় মন্তেশ্বর বিধানসভার মন্ডল গ্রামে আগামী 9 তারিখে সমবায়ের ভোট হবে, আর তারই প্রস্তুতিমূলক তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দদের নিয়ে সভার আয়োজন হয়, এদিন উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ-সভাপতি গফফার মল্লিক সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।