বসিরহাট ১: ঘোজাডাঙাতে চাঁদার জুলুম, মার ধরে রক্তাক্ত ট্রাকের হেল্পার ও ড্রাইভার, পাল্টা চাঁদা আদায়কারীকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার
ঘোজাডাঙ্গা সীমান্তের *ওল্ড সাতক্ষীরা* রোডে কালীপুজোর চাদার জুলুম । ২০ টাকার জন্য চালক ও গাড়ির হেলপারকে মারধর করে রক্তাক্ত করলো চাঁদা আদায়কারীরা । পাল্টা চাঁদা আদায়কারীকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ । স্থানীয় সূত্রে একদল যুবক কালীপুজোর জন্য রাস্তায় চাঁদা তুলছিল। ট্রাকের চালককে কুড়ি টাকা চাইলে না দিতে পারায় ড্রাইভার ও হেলপারকে মারধর করে । পাল্টা অভিযোগ চালক খালাসি ওই যুবককে লড়িতে করে তুলে নিয়ে চলে আসে। এই ঘটনায় চাঞ্চলের ছড়িয়েছে । খবর পেয়ে