উত্তর ২৪ পরগনা বসিরহাট এক নম্বর ব্লকের *নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের* তৎকালীন হাসনাবাদ বিধানসভার অংশ নাম্বার ৯৬ /৫১ নাম্বার বুথের ঘটনা। তৎকালীন ২০০২ এ ভোটার লিস্টে ভোটারের সংখ্যা ছিল ৮৯৬, বর্তমানে নির্বাচন কমিশনার যে নতুন ভোটার লিস্ট আপলোড করা হয়েছে সেই লিস্টে ৮৪৮ জনার নাম নথিভুক্ত হয়েছে। বাদ গিয়েছে ৪৮ জন ভোটারের নাম, সেই নিয়ে আতঙ্কে পড়েছেন বাদ পড়া ভোটাররা। এ বিষয়ে রবিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট টাউন হল সংলগ্ন এলাকা