শিলচর: বন্যায় কাটিগড়ার তারিণীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি
Silchar, Cachar | Sep 18, 2025 বন্যায় কাটিগড়ার তারিণীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জানা গেছে,শত শত বিঘা ধানক্ষেত বন্যার জলে তলিয়ে গেছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা অসহায় হয়ে উঠেছে।বন্যার কবল থেকে মুক্তি কামনা করেন ক্ষতিগ্রস্তরা।বন্যাক্রান্ত তারিণীপুরে এখন নৌকাই ভরষা।