ময়নাগুড়ি: ময়নাগুড়িতে BLRO ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযান,আটক অবৈধ বালি ভর্তি ট্রাক্টর ও পাথর বোঝাই ডাম্পার,গ্রেপ্তার ট্রাক্টর চালক
ময়নাগুড়িতে বেআইনি বালি ও পাথরের বিরুদ্ধে অভিযানে নামলো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকসহ পুলিশ প্রশাসন। জানা গিয়েছে শনিবার রাতে দুটি ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বালি ভর্তি ট্রাক্টর ও একটি পাথর বোঝাই ডাম্পার আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ । এদিন প্রথমে নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে আমগুড়ি থেকে ময়নাগুড়ি আসার পথে একটি বেআইনি বালি ভর্তি ট্রাক্টর সহ ট্রলি আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ, গ্রেফতার করা হয় ট্রাক্টরের চালক প্রভাত রায়কে।