গোসাবা: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাঠানখালী থেকে ধৃত সৎ বাবাকে কোর্টে পেশ করলে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক
নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাঠানখালী থেকে ধৃত সৎ বাবাকে কোর্টে পেশ করলে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত পাঠানখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকা মেয়েকে মাস খানেক ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগে সৎ বাবাকে বুধবার গভীর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ । গোসাবা থানার পুলিশ সূত্রে খবর পাঠানখালী GP এলাকায় এক নাবালিকা মেয়েকে গত এক মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে।