মেখলিগঞ্জ: উচলপুকুড়িতে তৃণমূলের সমর্থনী সভা, BJP ছেড়ে ২৫ টি পরিবার যোগ দিলো তৃণমূলে
মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরী অঞ্চলের ডাঙ্গাপাড়ায় ২৯ নং বুথে একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায়। এদিনের সভায় মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে ২৫ টি পরিবার BJP দল ত্যাগ করে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন — মেখলিগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন।