সোনারপুর: গঙ্গা জোয়ারা এলাকায় গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে হরি কথা আয়োজন করা হয় হরি কথা শুনতে ভিড় এলাকার সনাতনী হিন্দুরা
সোনারপুর গঙ্গাজোয়ারা এলাকায় গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে হরি কথা আয়োজন করা হয়, উক্ত এই হরি কথা শোনার জন্য এলাকার সনাতনী ধর্মাবলী মানুষেরা ভিড় জমিয়েছিল হরি কথা মঞ্চের কাছে।