গলায় জিপিএস লাগানো হাতির দেখা মিলল নাগরাকাটা ব্লকের লুকসান গ্রামপঞ্চায়েতের ভুট্টাবাড়ি বস্তিতে। বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ এলাকার গনেশ ছেত্রির বাড়ির সিসি ক্যামেরায় ঐ দাতাল হাতিটির ভিডিও ধরা পড়ল। এদিন দুপুর আড়াইটা নাগাদ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল। তবে তিনি অবশ্য জানিয়েছেন ভুট্টাবাড়ি বস্তিতে এলেও কোনরকম কোথাও ক্ষয়ক্ষতি হয়নি।হাতিটি নির্বিঘ্নে জঙ্গলে চলে গিয়েছে।