দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের গোসাইপুর বাজারে এক যুবকের মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
বাজার করার সময় এক যুবকের মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের গোঁসাইপুর বাজারে। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাহিদ আফ্রিদি নামে এক যুবক। সাহিদ বলেন সোমবার সকালে স্থানীয় গোঁসাইপুর বাজারে গিয়েছিলাম। পকেটে মোবাইল ফোন ছিল। পরে দেখি মোবাইল নেই। নিঃশব্দে পকেট থেকে মোবাইল ফোন তুলে নিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।