মেমারি ১: মেমারিতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি
রবিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ পাহাড়হাটী মেমারি রোডে ইছাপুর ব্রাহ্মণ পাড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাঁকের মুখে এক দ্রুতগতি সম্পন্ন বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি। নাম সনত হাঁসদা। বাড়ি আমদপুর বড় কালিতলা। স্থানীয় সূত্রে জানা যায় আমদপুর থেকে মেমারি আসছিলো ওই ব্যক্তি। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।