বলরামপুর: হাঁসপুর ও শালবনীর মধ্যবর্তী এলাকায় পর পর বাইক ও সাইকেলে ধাক্কা দিয়ে পালালো বাইক আরোহী,জখম তিন
পরপর একটি বাইক এবং সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলো অপর এক বাইক চালক।ঘটনায় জখম তিন জন।জখম সাইকেল আরোহীর নাম শঙ্কর দাস বাড়ি হাঁসপুর গ্রামে,বাইকে থাকা জখম দুজনের নাম কালিপদ মাহাতো এবং অজয় মাহাতো তাদের দুজনেরই বাড়ি বরাবাজার থানার সিধাগোড়া গ্রামে।