ক্যানিং ২: মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় ক্যানিং পূর্বে শওকত মোল্লা দশ হাজার ভোট পাবে কি না সন্দেহ আছে শওকত মোল্লাকে তোপ
সমাজ বিরোধী তকমা দেওয়ায় আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে হোসেন গাজী সরাসরি শওকত মোল্লাকে তোপ দাগলেন। তিনি বলেন মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা তো দূরের কথা 10 হাজার ভোট পাবে কিনা সন্দেহ। এমনকি তিনি বলেন ক্যানিং পূর্ব ঘুটিয়ারিতে নওশাদ আসার পর তৃণমূলের নেতারা ISF এ যোগ দিচ্ছে।