“সমাজ কখনো কারো জন্য বদলায় না, বরং মানুষই যদি নিজের চিন্তা, মনোভাব আর ব্যবহারে পরিবর্তন আনে— তবেই বদলে যেতে থাকে পুরো সমাজ।” আর সেই সমাজ বদলানোর কাজে বিগত ১ বছর ধরে ব্রতী হয়েছে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা - যাঁরা বিশ্বাস করে তাঁদের পেশাগত জীবন থেকে কিছুটা সময় সমাজের জন্য ব্যয় করলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষেরা সমাজের মূলস্রোতে একদিন ফিরে আসবে। রবিবার সকাল থেকেই সেই সেবামূলক কাজে ব্রতী হলো মেমারি সম্প্রীতি ঐক্য