হাড়োয়া: কোটি টাকা ব্যয়ে কলুপুকুর থেকে বোয়ালঘাটা সেতু পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণের শুভ সূচনা
কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মাণ হবে দুই জেলার সংযোগকারী রাস্তা, উপকৃত হবেন দুই জেলার লক্ষ লক্ষ মানুষ, সোমবার দুপুর বারোটা নাগাদ রাস্তার পুনঃ নির্মাণের শুভ সূচনা করেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ -সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ অন্যান্যরা। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সংযোগকারী রাস্তা। হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলুপুকুর মোড় থেকে বোয়ালঘাটা সেতু পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে পুনরনির্মাণ হতে চলেছে, যার ফলে খুশি