মন্তেশ্বর: মন্ডলগ্রামে পুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী
রবিবার বিকালে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকে বরপলাশন ১ নম্বর অঞ্চলে মন্ডল গ্রাম হাই স্কুল সন্নিকট কয়েকশ ব্যক্তি কে নতুন বস্ত্রসঙ্গে দুটি বল ও ২০ জন ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ বিতরণ করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মেমারি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অঞ্চল সদস্য সহ অঞ্চলের নেতৃত্ব গন।