ভাতার: ভাতার ব্লকের বিভিন্ন অঞ্চলের SIR ক্যাম্প পরিদর্শন করলেন জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক
তৃণমূল কংগ্রেসের নির্দেশে প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে অঞ্চলে করা হয়েছে সাধারণ মানুষের জন্য ক্যাম্প। মূলত SIR এর জন্য করা হয়েছে এই ক্যাম্প। কর্মীরা সেই ক্যাম্পে কেমন কাজ করছেন বুধবার তা ঘুরে দেখলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক।