পুরাতন মালদা: মঙ্গলবাড়ী চৌরঙ্গী এলাকায় অবৈধ পার্কিং মুক্ত করতে অভিযান মালদা জেলা প্রশাসনের
পুরাতন মালদায় ফুটপাত দখলমুক্ত অভিযানে পাঁচ দপ্তর পুরাতন মালদা, সোমবারঃ পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী থেকে নলডুবি পর্যন্ত রাস্তার দুই ধারে ফুটপাত দখলমুক্ত করতে একযোগে অভিযানে নামল পাঁচটি দপ্তর। সোমবার দুপুর প্রায় বারোটার সময় শুরু হয় এই অভিযান। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে শহরকে যানজট ও অবৈধ পার্কিং থেকে মুক্ত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন পুরাতন মালদা পৌরসভা, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD), ট্রাফিক পুলিশ, আরটিও এবং দমকল বিভাগ যৌথভাবে অভিয