ছাতনা: খাতড়া শহরের ‘মেধাবী সঙ্ঘের’ কালীপুজোয় থিম – ‘খাতড়া সিনেমা'
খাতড়া শহরের অন্যতম আকর্ষণ ‘মেধাবী সঙ্ঘের’ কালীপুজো। এ বছর পুজো কমিটি বেছে নিয়েছে ব্যতিক্রমী থিম ‘খাতড়া সিনেমা’। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সিনেমা শিল্প ধীরে ধীরে বিলুপ্তির পথে। তাই অতীতের সোনালি স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই থিমপুজো আয়োজন করা হয়েছে। থিম বাস্তবায়নে প্রায় আড়াই লক্ষ টাকার বাজেট রাখা হয়েছে। পুজো উপলক্ষে মন্দির চত্বরে বসেছে মেলা, যেখানে প্রতিদিনই ভিড় জমছে দর্শনার্থীদের