হাড়োয়া: হাড়োয়া এলাকায় CPI(M)- এর উদ্যোগে পালিত হল ব্লক কৃষক সভা
সি পি আই এম -এর হাড়োয়া এরিয়া কমিটির উদ্যোগে শনিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত হাড়োয়া ব্লকের হাড়োয়ার একটি অনুষ্ঠান গৃহে পালিত হল ব্লক কৃষক সভা,উপস্থিত ছিলেন হাড়োয়া এরিয়া কমিটির সম্পাদক আসিফ আলম, ইমতিয়াজ হোসেন,ডি ওয়াই এফ আই নেতা নাজির মন্ডল, সাব্বির আহমেদ, বজলুর রহমান সহ একাধিক বাম নেতা কর্মীরা।