ঝাড়গ্রাম: সাঁকরাইলে জমি কেলেঙ্কারি মামলায় ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ, এখনও মোট গ্ৰেফতার ৮ জন
জমি কেলেঙ্কারি মামলায় ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকা থেকে সাঁকরাইল থানার পুলিশ গ্রেফতার করে ঝাড়গ্রাম ব্লকের ডালকাটি এলাকার বাসিন্দা কার্তিক মাহাত কে। প্রসঙ্গত, মাসখানেক আগে প্রকাশ্যে আসে জমি হাতিয়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। এবার এই মামলায় যুক্ত থাকার অভিযোগে ধরা পড়লেন কার্তিক।