হেমতাবাদ: হেমতাবাদের তরুনীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক গ্রেপ্তার ঠাকুরবাড়ি থেকে
এক তরুনীকে অপহরণ করে ভিন রাজ্যে পাচার করার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম প্রীতম পোদ্দার (১৯)। বাড়ি রায়গঞ্জের ভিটিগাড়া এলাকায়। রবিবার রাতে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকা থেকে গ্রেফতার করাহয় ওই যুবককে। সোমবার দুপুরে ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করাহলে বিচারক ধৃতের ৫ দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন।