পাড়া ব্লকের আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো। সোমবার বেলা ১১ টা নাগাদ পাড়া মন্ডল 4 এর উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। এদিন মাল্যদান এর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বিকাশ ব্যানার্জি, জেলা কমিটির সদস্য টোটোন মুখার্জি, স্বপন রায়, খোকন বাউরী, জয়দেব গঁরাই, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী,