জয়পুর: রাত্রের টানা বৃষ্টিতে তাসের ঘরের মতো হুর মুড়িয়ে ভেঙ্গে পরল বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক মাটির বাড়ি
রাত্রের টানা বৃষ্টিতে তাসের ঘরের মতো হুর মুড়িয়ে ভেঙ্গে পরল বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক মাটির বাড়ি, নড়বড়ে মাটির বাড়ি থেকে নিরাপদ স্থলে সরিয়ে যাওয়ার বার্তায় ও পাশে থাকার বার্তায় ব্লক প্রশাসন।