আজ অর্থাৎ বুধবার রাত আটটা নাগাদ ভাঙ্গড়ে রাজকীয় আয়োজনে ২০০ বছরের ঐতিহ্যবাহী শাকশহর বাবন পীরের মেলার শুভ উদ্বোধন সম্পন্ন হল।এই ঐতিহাসিক মেলার উদ্বোধন করেন যুবনেতা এম এম শফি আহমেদ, থেকে শুরু করে কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের সকল প্রশাসনিক আধিকারিকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।