পূর্বস্থলী ২: পূর্বস্থলীতে আধার কার্ড কাণ্ড! তদন্তে নেমে ঘরে ঘরে পৌঁছাচ্ছে পুলিশ
পূর্বস্থলী থানার অন্তর্গত পিলা পঞ্চায়েতের ললিত বিলে বস্তা বন্দি অবস্থায় গতকাল উদ্ধার হয়েছিল প্রচুর আধার কার্ড। এস আই আর শুরুর পরের দিনই এই আধার কার্ড উদ্ধারের ঘটনায় তৃণমূল বিজেপির রাজনৈতিক ছাপান্তরো শুরু হয়। বিজেপির দাবি ছিল কিছু ধামাচাপা দিতেই আধার কার্ডগুলিকে ফেলে দেয়া হয়েছে যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।