বলরামপুর: বলরামপুর শহরের মিশন এলাকায় বাইক দুর্ঘটনায় জখম যুবক
বলরামপুর শহরের টাটা রোড মিশন এলাকায় বাইক দুর্ঘটনায় জখম যুবক,নাম পরিমল টুডু বয়স আনুমানিক ২৫ বছর বাড়ি বলরামপুর থানার চাকুলিয়া গ্রামে। ওই যুবক বলরামপুরের আমরুহাঁসা গ্রাম থেকে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল।