দেগঙ্গা: দেগঙ্গার বেড়াচাপায় স্বর্ণ শিল্প সমিতির বেড়াচাঁপা দেগঙ্গা শাখার নবম সম্মেলন অনুষ্ঠিত হল
বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির বেড়াচাঁপা দেগঙ্গা শাখার নবম সম্মেলন অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপায়। মঙ্গলবার ঝুমুর নাচের মাধ্যমে সম্মেলন শুরু হয় সকাল ১১ টা নাগাদ। শেষ হয় সন্ধ্যা পাঁচটা নাগাদ। বেড়াচাঁপা ও দেগঙ্গার প্রায় 200 স্বর্ণ শিল্পী সম্মেলনে যোগ দেন। সম্মেলনে স্বর্ণ শিল্পীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা হয়। আগামী চার বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারত স্বর্ণকার সংঘে