ছাতনা: কেন্দবেদিয়ায় আবগারির হানা, চোলাই মদের সাম্রাজ্যে বড় ধাক্কা
বাঁকুড়ার ছাতনা থানার কেন্দবেদিয়ায় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালায় আবগারি দপ্তর। ছাতনা ওসি নরেন্দ্রনাথ রাজওয়ার, থানার আইসি সিদ্ধার্থ সাহা ও ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ইনচার্জ অনিমেষ চার-এর নেতৃত্বে ১৩৫ লিটার আইডি লিকার, ১৫০০ লিটার এফ-ওয়াস ও ২টি হান্ডি বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়। এদিন কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে চোলাই মদ তৈরিতে যুক্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। আবগারি দপ্তর জানিয়েছে, বেআইনি মদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলবে।