লংথরাই ভ্যালি: নবীনছড়া বালিকা হোস্টেল পরিদর্শন করলেন এমডিসি বিমল কান্তি চাকমা
আজ সন্ধ্যায় নবীনছড়া বালিকা হোস্টেল পরিদর্শনে যান ৪ নং করমছড়া মণ্ডলের এমডিসি বিমল কান্তি চাকমা। তার সঙ্গে ছিলেন সমাজ সেবক জয় বাহাদুর রুপিনী। হোস্টেলের ছাত্রীদের সুযোগ-সুবিধা ও তাদের সার্বিক অবস্থা খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গেছে। পরিদর্শনের সময় তারা হোস্টেলের বিভিন্ন কক্ষ, ডাইনিং হল এবং অন্যান্য সুবিধা ঘুরে দেখেন। ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগের কথাও শোনেন তারা।