মন্তেশ্বর: ১২০০ ব্যক্তিকে পুজোর জন্য নতুন বস্ত্র বিতরণ সাতগেছিয়া বাজারে
রবিবার বিকালে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকে সাতগেছিয়া এক নম্বর অঞ্চল, বিজুর এক নম্বর অঞ্চল ও বিজুর ২ নম্বর অঞ্চল তিনটি অঞ্চল মিলিতভাবে প্রায় ১২০০ জন ব্যক্তিকে নতুন বস্ত্র তুলে দিলেন এবং পাঁচটি ফুটবল সহ ৫০ জন ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ তুলে দেন। সাতগেছিয়া বাজার সংলগ্ন কালনা বর্ধমান পোস্ট অফিস সংলগ্ন এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী।