গোপীবল্লভপুর ২: আঁধারিয়াতে "আমাদের পাড়া আমাদের সমাধান" নিয়ে বুথের সদস্য ও সাধারণ মানুষজনদের নিয়ে আয়োজিত হল গুরুত্বপূর্ণ আলোচনা সভা
বুধবার রাত্রে গোপীবল্লভপুর-২নং ব্লকের তপশিয়া অঞ্চলের আঁধারিয়া বুথে "আমাদের পাড়া আমাদের সমাধান" নিয়ে বুথের সদস্য ও সাধারণ মানুষজনদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা করলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল। উপস্তিত ছিলেন অঞ্চল সভাপতি শক্তিপদ করন, পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ তারাচাঁদ সিং, অঞ্চল সহ সভাপতি অসিত গিরি, বুথ সভাপতি ও বুথের নেতৃত্বগন৷