শহিদ মাতঙ্গিনী: পুলিশ ও তৃণমূলের মধ্যে কোনও পার্থক্য নেই; মুর্শিদাবাদের বোমাবাজির ঘটনা নিয়ে মেচেদায় বললেন রাজ্য BJP সভাপতি
পুলিশ ও তৃণমূলের মধ্যে কোন পার্থক্য নেই নিজের মধ্যে ভাগ বাটোরা নিয়ে গন্ডগোল মুর্শিদাবাদে ফারাক্কায় বোমাবাজি ঘটনা নিয়ে বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুক্রবার দুপুরে শহীদ মাতঙ্গিনী ব্লক মেছাদায় হাওড়া হুগলি মেদিনীপুর জনের মন্ডল সভাপতি কর্মশালা অংশগ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন। গতকাল থেকে শুরু হয়েছে মেছাদায় মন্ডল সভাপতি কর্মশালা। শুক্রবার দ্বিতীয় দিনে পড়ল।