ভাঙড় ১: এই প্রথমবার ভাঙ্গড়ে দুর্গাপুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কলকাতা পুলিশের C.P মনোজ কুমার বর্মা
গ্রাম বাংলার পূজো দেখতে আজ অর্থাৎ শনিবার বিকাল চারটে নাগাদ মহা পঞ্চমীতে ভাঙ্গড়ের কালিকাপুর মায়ের আশ্রমে ৭৩ তম দুর্গাপূজা মণ্ডপ এর উদ্বোধনে উপস্থিতিত হলেন কলকাতা পুলিশের C.P মনোজ কুমার বর্মা, এবং ভাঙ্গরের কলকাতা পুলিশের অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ।