সিউড়ি ১: সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি ও পৌরসভার চেয়ারম্যান কে ডেপুটেশন প্রদান করলো সিউড়ি শহর BJP পক্ষ থেকে
Suri 1, Birbhum | Sep 16, 2025 মঙ্গলবার দিন সিউড়ি পৌরসভার সামনে সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা একাধিক দাবিতে। এরপরেই তাদের পক্ষ থেকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য সিউড়ি শহরে একাধিক রাস্তা বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা সহ একাধিক দাবিতে দিন বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করল সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে।