এগরা ১: ইতিহাস সমৃদ্ধ পঁচেট গড়ের রাজবাড়িতে শুরু হয়েছে ৫০০ বছরের রাস উৎসব, মেলা চলবে ১৪ ই নভেম্বর পর্যন্ত
পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী পচেট গড় রাজবাড়িতে শুরু হয়েছে প্রায় ৫০০ বছরের ঐতিহাসিক রাস উৎসব এই উৎসবকে ঘিরে মেতেছে রাজবাড়ী চত্বর থেকে শুরু করে গোটা এলাকা এই রাস উৎসবকে কেন্দ্র করে দশ দিনে মেলা চলবে রাজ উৎসবে প্রতি সন্ধ্যায় রাজবাড়ীর কুলো দেবতা কিশোর রাই জিউ সহ কুড়িজন ঠাকুরের বিগ্রহ শোভাযাত্রা সহকারে প্রজেক্টর রাজবাড়ী থেকে রাসমঞ্চে আসেন ও প্রায় ঘন্টা তিনেক মঞ্চে থাকেন এই রাত উৎসবকে কেন্দ্র করে মেলা চলবে চৌদ্দই নভেম্বর পর্যন্ত |