মেখলিগঞ্জ: দুই ছাগল চোর কে আটক করে হলদিবাড়ি থানা পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা
দুই ছাগল চোড় কে আটক করে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা। বুধবার দুপুরে এমনই ঘাটনায় শোরগোল পরে আঙ্গুলদেখা বাজাত্রত সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন পয়ামারি থেকে দুই যুবক স্কুটিতে করে একটি ছাগল নিয়ে যাচ্ছিলো। এই খবর জানাজানি হতেই আঙ্গুলদেখা বাজার সংলগ্ন এলাকায় দুই যুবককে কে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে দুই যুবকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায় অভিযুক্ত দুই যুবক হলো বিক্রম গোপ ও সাগর সেন।