নয়াগ্রাম: “বন্দে মাতরম”-এর ১৫০ বছর উদ্যাপন: নয়াগ্রামে পদযাত্রার আয়োজন বিজেপির
“বন্দে মাতরম”— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রচিত সেই অমর দেশপ্রেমের গান এবার পা রাখল ১৫০ বছরে। এই বিশেষ মুহূর্তকে স্মরণে রাখতে সারা দেশজুড়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানীতে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে পদযাত্রার আয়োজন করে নয়াগ্রাম মণ্ডল বিজেপি।বিকেল নাগাদ শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন স্থানীয় বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষজন।