মেমারি ১: মেমারিতে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছোট হাতি গাড়ির চালকের
মঙ্গলবার বেলা আনুমানিক দুপুর ১২-৩০ থেকে ১ টা নাগাদ মেমারি থানার অন্তর্গত নুদীপুর বটতলার কাছে জিটি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছোট হাতি গাড়ির চালকের। মৃতের নাম মিরাজ শেখ (১৯), বাড়ি কালনা থানার অন্তর্গত কুলেরা।