একুশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের মুন্সির মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভার ডাক দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা । মোট তিনটি অঞ্চল যথাক্রমে চন্দোনেশ্বর 2, তারদাহ এবং শাকসহর নিয়ে অনুষ্ঠিত হবে এই জনসভা। তার আগে কর্মীদের প্রস্তুতি এবং স্থানীয় প্রশাসনকে নিয়ে মাঠের চারপাশ খতিয়ে দেখলেন বিধায়ক।