শিলচর: শিলচরে Govt. Girls H.S. & M.P. School চত্বরে জমা জলে হচ্ছেনা ক্লাস,অভিযোগ করে পৌরনিগমের কমিশনারকে ছাত্রীদের ডেপুটেশন
Silchar, Cachar | Sep 15, 2025 শিলচরের Govt. Girls H.S. & M.P. School–এর ছাত্রীদের পক্ষ থেকে শিলচর পৌরনিগমের কমিশনার সৃষ্টি সিং-এর কাছে দেওয়া হল একটি ডেপুটেশন।সোমবার বিকাল ৪ টা নাগাদ দেওয়া ডেপুটেশনে অভিযোগ করে বলা হয়েছে, ২০২৪ সালে বিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে তৈরি হওয়া ড্রেনের কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে স্কুল চত্বরে ঢুকে পড়ে। ফলে ষষ্ঠ শ্রেণির এ ও বি বিভাগ এবং সপ্তম শ্রেণির এ বিভাগের ছাত্রীরা নিয়মিতভাবে ক্লাসে প্রবেশ করতে পারছে না।