মুরারই ১: 600 জন বিধবা মহিলাদের দুর্গাপূজা উপলক্ষে শাড়ি প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার ভকত
মুরারই রাজগ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার এদিন 29 সেপ্টেম্বর সোমবার সকাল থেকে,তিনি তার নিজ বাস ভবন রাজগ্রাম থেকে গরীব দুঃস্থ বিধবা মহিলাদের দুর্গাপূজা উপলক্ষে শাড়ি প্রদান করলেন। তারে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। প্রতিবছর নাই এ বছরও তিনি গরীব দুঃস্থ বিধবা মহিলাদের দুর্গাপূজা উপলক্ষে শাড়ি প্রদান করলেন। এদিন তিনি তার নিজ বাসভবন থেকে,নিজ হাতে শাড়ি তুলে দেন বিধবা মহিলাদের হাতে। জানাগেছে,প্রায় ৬০০ জন বিধবা মহ