পুরুলিয়া ১: আড়াই টন অবৈধ কয়লা পাচারের ঘটনায় বেলকুড়ি থেকে গ্রেফতার এক ,ধৃতকে কোটে পেশ করল পুলিশ
গত ৫ তারিখ রাত্রি বারোটা নাগাদ মফস্বল থানা এলাকায় একটি গাড়িতে অবৈধভাবে কয়লা নিয়ে যাওয়ার সময় মকসল থানার পুলিশ গাড়িটি ধাওয়া করলে সেখান থেকে গাড়িসহ আড়াই টন অবৈধ কইলা রেখে পালিয়ে যায় চাকল।সেই ঘটনা তদন্ত চালিয়ে গতকাল বেলকুড়ি থেকে বিকাশ গোপ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে মফঃ থানার পুলিশ। ধৃতকে এদিন দুপুর কোর্টে পেস করা হয়।