চাঁচল ২: সদরপুর হাই স্কুলে চাঞ্চল্যকর চুরি, ফাঁকা হোস্টেল থেকে উধাও একাধিক সামগ্রী
চাঁচল থানার সদরপুর হাই স্কুলে চাঞ্চল্যকর চুরির ঘটনা। প্রায় দু’বছর আগে তৈরি হওয়া স্কুল হোস্টেলে কোনও ছাত্রছাত্রী থাকেন না। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকায় হোস্টেল চত্বরজুড়ে গজিয়ে উঠেছে জঙ্গল। বুধবার দুপুর বারোটা নাগাদ স্কুল কর্তৃপক্ষের তরফে এক লেবারকে হোস্টেলের চারপাশ পরিষ্কার করতে পাঠানো হলে, তিনি দেখতে পান হোস্টেলের দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যান, ইলেকট্রিক বোর্ড, টিউবলাইট, লোহার ভেন্টিলেটরসহ একাধিক সামগ্রী উধাও।