পুরুলিয়া ১: কেতিকা রেলওয়ে কলোনির কাছে বেআইনিভাবে দখল করে রাখা দোকান উচ্ছেদ করলো রেলওয়ে কর্তৃপক্ষ
পুজোর মুখে মুখ থুবড়ে পড়ল বেশ কয়েকটি ব্যবসাদার। কেতিকা রেলওয়ে কলোনির পাশে অবৈধভাবে দখল করে যারা এতদিন ব্যবসা করছিল তাদের আজ আধিকারিক ও আরপিএফ এর উপস্থিতিতে বেআইনিভাবে দখল করে দোকান , সেলুন, খাবার ঠেলা, jcb এর সাহায্যে ভেঙে ফেলা হলো । সেই চিত্র তুলে ধরা হলো যেদিন বিকেলে।