ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ায় নাকাশিপাড়া পঞ্চায়েতে। ঐ জিপির প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ ও ডেপুটেশন গ্রামবাসীদের এবং বিজেপি পঞ্চায়েত সদস্যদের । সূত্রে জানা যায় নাকাশিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত গোট পাড়া এলাকায় একটি নতুন কাঠ মিল তৈরি করাকে কেন্দ্র করে। এলাকায় কাঠ মিল হওয়ার আপত্তি রয়েছে এলাকাবাসীর। সেই কাজে তারা এর আগেও বাধা দিয়েছেন। এই নিয়ে তারা প্রশাসনিক বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তাতেও কোন কাজ না হয়ে অবশেষে আজ প্রধানকে ঘেরাও করেন।