ছাতনা: ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ২১ বছর আগে আজ ফাঁসির দিনে বাঁকুড়ার ছাতনায় ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি
ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় একুশ বছর হয়ে গেল কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ এবং বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে । ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে "ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ" আজ দীর্ঘ দিন ধরে মামলা পুনর্বিচারের দাবীতে কলকাতা, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করে চলেছে ।