সামশেরগঞ্জে SRI সংক্রান্ত হয়রানির অভিযোগে চরম ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন নথিপত্র হাতে নিয়ে প্রশাসনিক দপ্তরে ঘুরতে ঘুরতে নাজেহাল হতে হচ্ছে এলাকার সাধারন মানুষ। বারবার কাগজ যাচাই ও নতুন নথি চাওয়ার জেরে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে বলে দাবি। অনেক ক্ষেত্রেই স্পষ্ট নির্দেশ বা সহায়তা না পাওয়ায় বিভ্রান্তি বাড়ছে। বুধবার সকাল থেকে প্রশাসনিক কার্যালয় চত্বরে ভিড় জমে ওঠে, যার ফলে উত্তেজনার সৃষ্টি হয়।